Monday, September 18, 2017

কখন আপনার নিউজটি ট্রেড করা উচিত, এবং কখন নয়

কখন আপনার নিউজটি ট্রেড করা উচিত, এবং কখন নয়


প্রায়শই মার্কেটে বড় বড় হাই ইম্প্যাক্ট নিউজ থাকে। বেশিরভাগ ট্রেডারের অ্যাকাউন্ট শূন্য করার পেছনে এই নিউজগুলো দায়ী। স্বভাবতই আমরা লোভী ট্রেডার। তাই মার্কেট বেশি মুভ করবে, আর আমরা সেই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করবো না, ব্যাপারটাকে আমাদের অনেকের কাছেই লজ্জাজনক মনে হয়। কিন্তু নিউজ ট্রেডিংগুলো কেমন জানি আজব ধরণের। কখনও দেখা যায় প্রত্যাশিত দিকে অনেক বেশি প্রাইস মুভ করে। আবার কখনও দেখা যায় ফলাফল প্রত্যাশিত হলেও প্রাইস চলে গেছে একদম বিপরীত দিকে। এসব ঝামেলায় পড়ে অনেকেই নিউজ ট্রেডিং ছেড়ে টেকনিক্যাল অ্যানালাইসিসের দিকে নজর দেয়।


Dvn0pG4.png


আপনি যদি শর্ট টার্ম ট্রেডার হয়ে থাকেন তবে অবশ্যই নিউজের ব্যাপারে আপনার সতর্ক থাকা উচিত। কারণ এই নিউজগুলো আপনার ট্রেডে ব্যাঘাত ঘটাতে পারে। হাই ইম্প্যাক্ট নিউজগুলো অল্প সময়ে মার্কেটে বড় ধরণের প্রভাব সৃষ্টি করতে পারে। নিউজের দিকে খেয়াল রাখবেন বলেই যে আপনাকে নিউজ ট্রেডার হতে হবে তা নয়। কারণ হাই ইম্প্যাক্ট নিউজ থাকলে এবং আপনি সে বিষয়ে সচেতন না থাকলে আপনার ট্রেড ব্যাপক পরিমাণ লাভ বা লসে চলে যাওয়ার সুযোগ থাকে। কিন্তু এই লেখাটি তাদের জন্য না। যারা নিউজ ট্রেড করতে আগ্রহী, কিন্তু কখন নিউজ ট্রেড করতে হবে, এবং কখন করতে হবে না, সেসব বিষয় নিয়ে যারা চিন্তিত, এই লেখাটি তাদের জন্য।

বেশিরভাগ সময় যা হয়, আমরা ForexFactory তে নিউজের Usual Effect দেখি এবং ফলাফল বের হলে সেই অনুযায়ী ট্রেড করি। উদাহরণসরুপঃ

NFP নিউজের Usual Effect হল Actual > Forecast = Good For Currency

ধরা হচ্ছে এবার ফলাফল আসতে পারে ১৬১০০০ (161K), এটাই হল Forecast। এখন Forecast থেকে যদি আসল ফলাফলের মান বেশি হয়, অর্থাৎ ১৬১০০০ (161K) থেকে বেশি আসলেই তা ডলারকে শক্তিশালী করবে। ধরুন মান আসলো ১৯৫০০০ (195K). তবে কি বুঝলেন? ডলার শক্তিশালী হয়ে গেছে? তাই হওয়ার কথা নিউজের সূত্র অনুযায়ী। নিউজটি ডলারের জন্য ভালো এসেছে। কিন্তু তাই বলেই যে ডলার শক্তিশালী হয়ে যাবে বা পেয়ারে প্রভাব পড়বে তা নয়। আরও অনেক ধরণের ব্যাপার এখানে কাজ করে। অন্য গুরুত্বপূর্ণ নিউজের প্রভাবে অনেক সময় অন্য নিউজ তার প্রভাব হারায়। এছাড়া রাজনৈতিক, দুর্যোগ এসব কারণ তো রয়েছেই। তাই শুধুমাত্র ফলাফল দেখেই ট্রেডে ঝাপিয়ে পড়া ঠিক নয়। তাতে ভুল ট্রেডের সম্ভাবনাই থাকে বেশি।

bdpips_1406111250__news.jpg


বেশিরভাগ অভিজ্ঞ ট্রেডারদের মতে এ ধরণের নিউজের ক্ষেত্রে ১০ মিনিট অপেক্ষা করা উচিত। এই ধরণের হাই ইম্প্যাক্ট নিউজের প্রভাব হয় সাধারনত ৬০-৯০ মিনিট। তাই ৫ মিনিটের চার্ট ওপেন করে প্রথম ২টি ক্যান্ডেল ক্লোজ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। যদি মনে হয় নিউজের প্রভাব অনুসারে মার্কেটের যেদিকে যাওয়ার কথা, প্রাইস পরিষ্কারভাবে সেদিকে যাচ্ছে, তবেই ট্রেড নিন। আর যদি মনে হয় নিউজের ফলাফল বলছে এক কথা, কিন্তু ক্যান্ডেলের মুভমেন্ট অন্য কথা বলছে, তবে সেক্ষেত্রে ট্রেড না নেয়াই উত্তম। যেমন ১ নম্বর চার্টে বুল্লিশ মুভমেন্ট পরিষ্কার বুঝা যাচ্ছে ৫ মিনিটের প্রথম ২টি ক্যানডেল দেখে। তাই এই ক্ষেত্রে ট্রেড নেয়া যেতে পারে। কিন্তু ২য় চার্টে ৫ মিনিটের প্রথম ২টি ক্যানডেল পরিষ্কারভাবে কিছু নির্দেশ করছে না। তাই এ ধরণের ট্রেড না নেয়াই ভালো। এ ধরণের ট্রেডে লসের সুযোগ থাকে বেশি। এতে হয়তো আপনি প্রথম ১০ মিনিটের মুভমেন্ট মিস করলেন, কিন্তু এভাবে আপনি ভুল ট্রেড সহজেই এরিয়ে যেতে পারবেন।

সপ্তাহের কোন দিনটি ট্রেড করার জন্য সেরা?

অনেকেই জানতে চান ফরেক্স ট্রেড করার জন্য কোন দিনটি সেরা, বা আদৌ সেরা কোন দিন রয়েছে কিনা। যেহুতু প্রাইস পরিবর্তিত হয় প্রতি মুহূর্তে, তাই ট্রেড করার সুযোগও পাওয়া যায় প্রায় সবসময়ই। বেশ কিছুদিন আগে FXBD তে একজন জানতে চেয়েছিলেন ট্রেডিং এর জন্য কোনটি ভালো দিন? তার প্রেক্ষিতেই এই লেখাটি লেখা। যারা চাকরী বা ব্যসার জন্য প্রতিদিন ট্রেড করতে পারেন না, তাদেরও লেখাটি কাজে লাগবে।
সপ্তাহের সেরা দিন সম্পর্কে ভিন্ন জনের ভিন্ন মত থাকাই স্বাভাবিক। কারণ ফরেক্স মার্কেটে একেকজনের ট্রেড করার স্টাইল একেকরকম। এখানে আসলে সবার জন্য সেরা দিন বলতে কিছু নেই, আপনাকে নিজের জন্য সেরা দিন বানিয়ে নিতে হবে। যেই দিনে ট্রেড করা আপনার জন্য সুবিধাজনক বা আপনার জন্য ভালো, সেটাই আপনার কাছে সেরা দিন। 
forex-trade-news.png
FXBD: ফরেক্স ট্রেড নিউজ
এক্সপার্টরা মতে কোন দিনটি সেরা?
ফরেক্স মার্কেটে এক্সপার্ট ট্রেডার বলতে কিছুই নেই, সব মিডিয়ার সৃষ্টি। তবে বেশিরভাগ ট্রেডার যারা দীর্ঘ সময় ধরে ট্রেড করে আসছেন, তাদের মতে ট্রেড করার জন্য সপ্তাহের মাঝের দিনগুলো অন্য দিন থেকে উত্তম। তারমানে মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার। অপরদিকে এর অর্থ দাড়ায় সোমবার আর শুক্রবার খুব একটা সুবিধার নয়। কেন এই অভিমত? এর পেছনে রয়েছে বেশ কিছু কারণ।
সোমবারঃ ফরেক্স মার্কেট সোমবারে শুরু হয়। কিন্তু যারা নিয়মিত ফরেক্স ক্যালেন্ডার চেক করেন, তারা নিশ্চয়ই জানেন কিছু কিছু সপ্তাহে সোমবার কিছু কিছু দেশে ব্যাংক হলিডে থাকে। তাই ধরুন আগামী সোমবার যদি মেজর কয়েকটা দেশ যারা ফরেক্স মার্কেটে ভালো প্রভাব ফেলে, তাদের ব্যাংক বন্ধ থাকে, তাহলে সোমবারে মার্কেটে প্রাইস মুভমেন্ট সাধারণ সময়ের থেকে তুলনামুলক কম হবে। আমাদের বেশিরভাগ ট্রেডারের কাছেই প্রাইস যত বেশি পরিবর্তিত হবে, লাভ হওয়ার সুযোগ তত বেশি। তাই এ দিনগুলোতে অনেকেই ট্রেড করে খুব একটা মজা পান না। এছাড়া সোমবারে অনেক সময় মার্কেট গ্যাপ নিয়েও ওপেন হয়। গ্যাপ ফিল আপ হওয়া ইত্যাদি নিয়ে অনেকেই আসলে কোনদিকে ট্রেড দিবেন সেটা ঠিক করে উঠতে পারেন না। অনেকসময় নতুন সপ্তাহে মেজর ট্রেন্ড পরিবর্তন হয়, তাই অনেক ট্রেডার নতুন ট্রেন্ড বুঝে উঠার জন্য সোমবারে কিছুটা কনফিউজড থাকেন।
শুক্রবারঃ আমার প্রথম অ্যাকাউন্ট শূন্য হয় শুক্রবারে। শুক্রবার পবিত্র দিন হলেও অনেকে এর নাম দিয়েছে ব্ল্যাক ফ্রাইডে। কারণ NFP এর মত কিছু নিউজ রিলিজ হয় এই শুক্রবারে। আর হ্যাঁ, আমার প্রথম অ্যাকাউন্ট শূন্য হয়েছিল এক শুক্রবারের NFP তেই। এমনিতেই শুক্রবারে দিনের শেষের দিকে মুভমেন্ট একদম পরে যায়। অপরদিকে নিউজ টাইমে বড় বড় প্রাইস মুভমেন্ট ঘটে। ভালো করে খেয়াল করলে দেখবেন আপনি যতগুলো স্লিপপেজের শিকার হয়েছেন, তার অধিকাংশই শুক্রবারে। স্লিপপেজের ধাক্কায় আপনার ঠিক করে দেয়া SL ছাড়িয়ে লস চলে যায় অনেক সময়। এ সমস্ত কারণে শুক্রবার অনেক ট্রেডারই ট্রেড করতে সাহস পান না। বেশিরভাগ ট্রেডারকে জিজ্ঞেস করলে জানতে পারবেন তাদের অ্যাকাউন্ট খালি হয়েছে এই শুক্রবারেই। তবে ভালো প্রফিট তোলার জন্য এই শুক্রবারের জুরি নেই। বড় মুভমেন্ট যেমন আপনাকে লস করাতে পারে, সেভাবে লাভও করাতে পারে। 
 
forex-trade-time.png
Forex Trade Time

বাকি দিন গুলোঃ মঙ্গল, বুধ, বৃহস্পতিবার এই ৩ দিন গড়ে প্রতিটি পেয়ারে সবচেয়ে বেশি প্রাইস মুভমেন্ট হয়। এই দিনগুলোতে প্রাইসের মুভমেন্ট রেঞ্জ আপনি কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন। এই তিন দিন মার্কেট সবচেয়ে ব্যস্ত থাকে, এবং যত ব্যস্ত মার্কেট তত প্রফিট এবং লস করার সুযোগ। বিশেষ করে বৃহস্পতিবার বেশি পরিমাণ নিউজ থাকে এবং পিপস মুভমেন্ট বেশি হওয়ায় ট্রেডারদের লাভের সুযোগও বেশি থাকে।
যদিও রবিবারে মার্কেট বন্ধ থাকে, ট্রেড করা যায় না, তবুও বিভিন্ন ঘটনায় প্রাইসের কিছু আপ-ডাউন ঘটে, যা কিনা বেশিরভাগ সময় মার্কেট ওপেন হওয়ার আগেই পূর্বের অবস্থার কাছাকাছি চলে আসে। তাই ওপরের চার্টে রবিবারের মুভমেন্টও দেখানো হয়েছে। এছাড়া বিভিন্ন দেশের বিভিন্ন হলিডে বা ছুটির দিনগুলোও ট্রেড করার জন্য খুব একটা ভালো নয়, যেমন - ক্রিসমাস, নতুন বছর, ইস্টার ইত্যাদি। যেসব দিনে হাই ভোল্টেজ নিউজ বা ইকোনমিক ইভেন্ট থাকে, সেসব নিউজ বা ইভেন্ট সম্পর্কে আপনার পর্যাপ্ত প্রস্তুতি না থাকলে সেই দিনগুলোও আপনার জন্য খারাপে পরিনত হতে পারে। তবে কোন নির্দিষ্ট দিনই আপনার জন্য খারাপ নয়, যদি তাকে আপনি তাকে আপনার নিজের সেরা দিনে পরিনত করতে পারেন।


NFP (নন ফার্ম পে-রোল) নিউজ কি? কিভাবে তৈরি হয় এবং ট্রেড করতে হয়?

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ অত্যাধিক ঝুঁকি নিয়ে নিউজ ট্রেড করা অসংখ্য ট্রেডিং অ্যাকাউন্টের অকাল মৃত্যুর অন্যতম কারণ।

হুমায়ূন আহমেদের নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ এর সেই ব্ল্যাক ফ্রাইডে বাস্তবে বছরে মাত্র একবার আসলেও প্রতি মাসের প্রথম শুক্রবার কোনো না কোনো ফরেক্স ট্রেডারের জন্য ব্ল্যাক ফ্রাইডে। কত শত ট্রেডার যে তাদের ট্রেডিং অ্যাকাউন্টটি শূন্য করে এই দিনে, যে বা না জেনে, তার কোনো ইয়ত্তা নেই। কারন? মজার ব্যাপার হচ্ছে, অধিকাংশ ট্রেডারই অ্যাকাউন্টটা শুন্য করে এই কারনের উত্তর খুঁজে। কারন মূলত একটাই, ইউএস ননফার্ম পেয়-রোল।
নামে ননফার্ম হলেও শুধু কৃষি নয়, সাথে সরকারি কর্মচারী, পরিবারের ব্যক্তিগত কর্মচারী আর অলাভজনক প্রতিস্থানগুলোর কর্মচারীদের বাদ দিয়ে মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো প্রতি মাসের প্রথম শুক্রবার প্রকাশ করে পূর্ববর্তী মাসে যুক্তরাষ্ট্রে চাকরির সংখ্যা কি আগের থেকে বাড়ল না কমল। শুধু তাই না, বাড়লে কয়টা বাড়ল আর কমলেও কয়টা কমলেও সে সংখ্যাটাও। যেহেতু, কৃষি খাতকে বাদ দিয়েই এই হিসাবটা করা হয়, তাই এর নাম হয়েছে ননফার্ম পেরোল।
কি আছে এই রিপোর্টে যে তা প্রবলভাবে ফরেক্স মার্কেটকে নাড়া দেয়ার ক্ষমতা রাখে? শুধু ফরেক্স বললে ভুল 
হবে, স্টক মার্কেট, বন্ড মার্কেটেও বড় ধরনের পরিবর্তন ঘটে ইউএস ননফার্ম পেরোল বা এনএফপি এর কারনে। প্রথমত, দেশটির নাম আমেরিকা। ঋণ করতে অথবা যুদ্ধ বাঁধাতে ওস্তাদ হলেও এখনো বিশ্বের এক নম্বর অর্থনৈতিক শক্তি দেশটি। দ্রুত বর্ধনশীল বিশ্বের দ্বিতীয় অর্থনীতি চীনেরও যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে লাগবে অনেক বছর যদি তারা বর্তমান প্রবিদ্ধি ধরে রাখতে পারে (ইতিমধ্যেই কমতে শুরু করেছে চীনের প্রবিদ্ধি). সবচেয়ে আশাবাদী ব্যক্তিও আগামী দশকের আগে চীন যুক্তরাষ্ট্রকে টপকাতে পারবে এমন আশা করেন না।
আর সামরিক শক্তির দিক থেকে তো আমেরিকার ধারে কাছেও কেউ নেই। বলা হয়, আমেরিকা বাদে বিশ্বের শীর্ষ ২০ পরাশক্তির সম্মিলিত সমরশক্তিও এক আমেরিকার সমান নয়। মহাকাশ শাসনেও প্রায় একক আধিপত্য আমেরিকার। গায়ের জোরে ডলারকে বিশ্বের রিজার্ভ কারেন্সিও বানিয়েছে দেশটি।
খরচের দিক থেকেও আমেরিকানদের তারিফ করতে হয়, এখানেও এরা এক নম্বর। আর তাই সারা বিশ্বের বড় বড় সকল কোম্পানির শাখা আছে আমেরিকায়। বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার হচ্ছে আমেরিকায়, এমনকি আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীনেরও সবচেয়ে বড় রপ্তানির বাজার আমেরিকায়।
এখন সেই আমেরিকার অর্থনীতি ঠিকঠাক মত চলছে কিনা সেদিকে নজর রাখা দরকার না? আমাকে আপনাকে কষ্ট না করলেও হবে, এই কাজটি করার জন্য অসংখ্য প্রতিষ্ঠান আছে। বড় বড় কোম্পানিগুলো পাশাপাশি ফরেক্স, ষ্টক ট্রেডাররাও চোখ রাখে আমেরিকার সামগ্রিক অর্থনীতির উপরে। আমেরিকার অর্থনীতি ভালো থাকলে শেয়ার বাজারে সুবাতাস বয় (ডিএসি এর সাথে আবার তুলনা করতে যাবেন না), আর খারাপ হলে ঘটে এর উল্টোটা। প্রভাব পড়ে ফরেক্স মার্কেটেও।
এনএফপি গুরুত্বপূর্ণ এই কারনে যে, আমেরিকার চাকরির বাজারের চালচিত্র মোটামুটি বোঝা যায় এই রিপোর্টের কারনে। চাকরীর সংখ্যা বাড়ল না কমল সেটার পাশাপাশি আরও বেশ কিছু বিষয়ের উল্লেখ থাকে এনএফপি রিপোর্টে, যেমনঃ
  • মোট কর্মক্ষম জনশক্তির কত শতাংশ বেকার
  • কোন কোন সেক্টরে চাকরি বেড়েছে বা কমেছে
  • ঘণ্টাপ্রতি গড় বেতন
  • পূর্ববর্তী মাসের এনএফপি রিপোর্টের সংশোধন
যেভাবে তৈরি করা হয় এনএফপি রিপোর্টঃ
খুব স্বচ্ছ এবং যতটা সম্ভব নিখুঁতভাবে তৈরি করা হয় এনএফপি রিপোর্ট। প্রথমে, সরকারী বেসরকারি উভয় প্রতিষ্ঠানের কর্মচারীদের তথ্যই যোগাড় করে মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো। যেহেতু, প্রায় ২৫ কোটি জনসংখ্যা আছে আমারিকায় এবং এই জনসংখ্যার একটি বড় অংশই কর্মক্ষম, তাই আলাদাভাবে প্রত্যেকের উপর জরিপ চালান সম্ভব না প্রতি মাসে। আর তাই, মার্কিন পরিসংখ্যান ব্যুরো বেছে নিয়েছে স্যাম্পল পদ্ধতি (দৈবচয়ন). প্রতি মাসে ১ লক্ষ ৪১ হাজার ব্যবসা প্রতিষ্ঠানের উপর জরিপ চালায় সংস্থাটি আর সরকারি বিভিন্ন এজেন্সি মিলিয়ে প্রতিনিধিত্ব করে প্রায় আরও ৪ লক্ষ ৮৬ হাজার কর্মক্ষেত্র। চিঠি, ইমেইল, ইন্টারনেট অথবা অত্যাধুনিক ইডিআই প্রযুক্তিতে জরিপে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের কর্মচারীদের তথ্য পাঠায় পরিসংখ্যান ব্যুরোর কাছে।
এনএফপি রিপোর্টের প্রকাশের বেলায় প্রথম ঝামেলাটা বাঁধে এখানে। ছোটো বড় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সাধ্য অনুযায়ী তথ্য পাঠাতে গিয়ে প্রতি মাসে অনেকেই দেরি করে বা সেই তথ্য পেতে দেরি হয় পরিসংখ্যান ব্যুরোর। যেহেতু, এনএফপি রিপোর্ট প্রকাশের তারিখ নির্ধারিত, প্রতি মাসের প্রথম সোমবার, তাই হাতে তা তথ্য আসে তা দিয়েই রিপোর্ট প্রকাশ করে দেয় পরিসংখ্যান ব্যুরো। এই রিপোর্টটি পরে দুইবার সংশোধন করা হয়। প্রথমবার, পরিবর্তী মাসের এনএফপি রিপোর্ট প্রকাশের সময়, দ্বিতীয়বার আরও এক মাস পরে। এছাড়াও পরবর্তীতে ছোটখাটো কিছু পরিবর্তন আনা হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ চলতি এনএফপি রিপোর্ট ও আগের এনএফপি রিপোর্টের সংশোধন।
খুবই ঝামেলার কাজ, তাই না? অথচ দেখুন, এই ঝামেলার কাজটিই কিনা প্রতি মাসে সুন্দরভাবে করে যাচ্ছে মার্কিন পরিসংখ্যান ব্যুরো।
এনএফপি এর প্রভাবঃ
যেহেতু, প্রতি মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজগুলোর একটি হচ্ছে এনএফপি, তাই অনেক ট্রেডারই অপেক্ষা করে বসে থাকে এনএফপি ট্রেড করার জন্য। প্রায় প্রতিটি এনএফপি এর আগেই একই ঘটনা ঘটে। এনএফপির আগে আগে ট্রেডাররা ট্রেড করতে চান না বলে মার্কেটে মুভমেন্ট বা ভোলাটিলিটি কমে যায়, এনএফপি এর ঠিক আগেই শুরু হয় বড় বড় স্পাইক। সেকেন্ডে মার্কেট পরিবর্তিত হয় ৫-১০ পিপস করে।
হটাত করে পাগল হয়ে যাবে মার্কেট। হয় টানা পড়া/বাড়া শুরু করবে অথবা একলাফে ১৫-২০ পিপস করে কমবে/বাড়বে। হারিকেন শুরুর পূর্ব মুহূর্তে সাগর যেমন স্থির থাকে, হটাত করে শুরু হয় বড় বড় ঢেউ এর নাচন, ফরেক্স মার্কেটের অবস্থাও হয় তেমনি। আর এই ঢেউ এ ভেসে গিয়ে সলিল সমাধি ঘটে পিপস সংগ্রহের অভিযানে বের হওয়া মানি মানেজমেন্ট না জানা অসংখ্য ট্রেডারের ট্রেডিং অ্যাকাউন্টটির।
কিভাবে এনএফপি ট্রেড করা যায়ঃ
প্রতি মাসের প্রথম শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৬:৩০ টায় (এপ্রিল-অক্টোবর) বা ৭:৩০ টায় (অক্টোবর-এপ্রিল) প্রকাশিত হয় এনএফপি নিউজ। রিপোর্টের প্রত্যাশিত ফলাফল (forecast) আগেই ট্রেডাররা জানতে পারে। যদি আসল ফলাফল (actual) এর মান প্রত্যাশার থেকে বেশি হয়, তবে তা ডলারের জন্য ভালো হিসেবে ধরা হয়, এবং সেই কারণে ডলার শক্তিশালী হবার সুযোগ থাকে। অপরদিকে যদি আসল ফলাফল (actual) এর মান প্রত্যাশার থেকে কম হয়, তবে ডলারের জন্য খুব একটা ভালো নয়, অর্থাৎ খারাপ হিসেবে ধরা হয়, এবং এর পরিপ্রেক্ষিতে ডলার দুর্বল হতে পারে। আপনি যদি EURUSD বা GBPUSD ট্রেড করেন, এবং NFP প্রত্যাশার থেকে ভালো আসে তবে এই ২টি পেয়ারের প্রাইস কমতে পারে। আবার প্রত্যাশার থেকে খারাপ আসলে বাড়তে পারে। তবে কি পরিমাণ কমতে বা বাড়তে পারে তা নির্ভর করে প্রত্যাশার থেকে আসল ফলাফলের পার্থক্য কত বেশি বা কম। যদিও কিছু কিছু সময় এই নিউজ মার্কেটে প্রভাব ফেলে না, তবে বেশিরভাগ এন.এফ.পি নিউজে মার্কেটে ব্যাপক মুভমেন্ট হয় এবং ট্রেডারদের কাছে এই নিউজ রিপোর্টটি মার্কেট মুভার হিসেবে পরিচিত।
উদাহরণঃ ধরা যাক, গত মাসে ফলাফল ছিল ৯৬০০০ (96K) এবং এই মাসে আশা করা হচ্ছে ১১৪০০০ (114K). নিউজের ফলাফল যদি ১১৪০০০ (114K) থেকে বেশী আসে, তবে তা ডলারের জন্য পজিটিভ হবে। আর ১১৪০০০ (114K) এর কম হলে তা ডলারের জন্য নেগেটিভ হবে। এনএফপি নিউজের ফলাফল এক্সপেক্টেড থেকে প্রতি ৭০০০০ (70K) পরিবর্তনের জন্য ৭০ পিপসের মত মুভমেন্ট হতে প

নিউজ কিভাবে বুঝবেন?


ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো। কিন্তু কিছুই তো বুঝিনা। নিউজ দেখে এর প্রাইসের মুভমেন্ট থেকে মেন্টাল হয়ে যাচ্ছি।
ফান্ডামেন্টাল অ্যানালাইসিস - করলেও প্যারালাইসিস, না করলেও প্যারালাইসিস।



আমরা আপনাকে কিছু বেসিক জিনিস বোঝার জন্য সাহায্য করতে পারি।

এই স্ক্রীনশটটি দেখুনঃ



প্রথমে আমরা Formula টি দেখবো।

Halifax HPI m/m এই নিউজের ক্ষেত্রে Formula হলঃ
Actual > Forecast = Good for currency

এখন আমরা জানবো Actual, Forecast এবং Previous কি?



এই স্ক্রীনশটে দেখুন Previous 0.2%. তারমানে হল এর আগে যখন নিউজটি পাবলিশ হয়েছিল, তখন রেসাল্ট (actual) এসেছিল 0.2%.
Forecast দিয়ে বোঝায় এবার ধারনা করা হচ্ছে যে নিউজটির রেসাল্ট 0.5% আসতে পারে। আর Actual হল এবার যে ফলাফল আসবে।
Actual এ এবার যে ফলাফল আসবে, তা পরবর্তী নিউজে Previous হিসেবে গণ্য হবে।

এখন আমরা আবার আমাদের ফরমুলায় ফিরে আসি। এখানে বলা হয়েছে, Actual > Forecast = Good for currency.
এটা GBP বিষয়ক নিউজ। তারমানে এবারের Actual এর ফলাফল Forecast (0.5%) থেকে বেশী হলে তা GBP এর জন্য ভাল।
আর যদি Actual এর ফলাফল Forecast থেকে খারাপ আসে, তবে তা GBP এর জন্য খারাপ।

এখানে এবার Actual এসেছে -1.2%. তারমানে Actual < Forecast. তারমানে Bad for currency (GBP).
সুতরাং, এখানে এই ফরমুলা কাজ করবে,

Actual > Forecast = Good for currency
Actual < Forecast = Bad for currency

এখানে, GBP এর Bad for currency আসায় GBP এর জন্য খারাপ নিউজ। তাই GBP এর পেয়ারগুলোতে এর ইফেক্ট পড়বে। যেমন, GBPUSD কমতে পারে, EURGBP বাড়তে পারে ইত্যাদি। কিন্তু সবসময় যে নিউজ এর ইফেক্ট হয় তা কিন্তু নয়, অনেক সময় বিপরীত ইফেক্টও হয়ে থাকে।


1 comment:

  1. নিউজ বুঝা তো বেশ সহজ। অনেকে সাইজেই তো নিউজ নিয়ে বিভিন্ন ফোরকাস্ট প্রকাশ করে। কিন্তু আমি সব থেকে নিরাপদ মনে করি OctaFX ব্র্রোকারের নিউজ অনুসরণ করা। এরা সবার আগে দ্রুত সময়ে নিউজ প্রকাশ করে এবং নিউজের ফোরকাস্ট একদম একুরেট হয়। ফলে আমরা ট্রেডাররাও খুব সহজে নিউজ ট্রেডিংয়ের মাধ্যমে ফরেক্স থেকে বেশ ভালো প্রফিটস করতে পারি। তবে এটা ঠিক, সবসময় যে নিউজ এর ইফেক্ট হয় তা কিন্তু নয়, অনেক সময় বিপরীত ইফেক্টও হয়ে থাকে।
    Reply

1 comment :

  1. Thank you for your great post. It's really very informative and really helpful. Please Keep posting. Thanks again.
    23Traders Tutorial
    Reply

No comments:

Post a Comment