কখন আপনার নিউজটি ট্রেড করা উচিত, এবং কখন নয়
প্রায়শই মার্কেটে বড় বড় হাই ইম্প্যাক্ট নিউজ থাকে। বেশিরভাগ
ট্রেডারের অ্যাকাউন্ট শূন্য করার পেছনে এই নিউজগুলো দায়ী। স্বভাবতই আমরা
লোভী ট্রেডার। তাই মার্কেট বেশি মুভ করবে, আর আমরা সেই সুযোগকে কাজে
লাগানোর চেষ্টা করবো না, ব্যাপারটাকে আমাদের অনেকের কাছেই লজ্জাজনক মনে
হয়। কিন্তু নিউজ ট্রেডিংগুলো কেমন জানি আজব ধরণের। কখনও দেখা যায়
প্রত্যাশিত দিকে অনেক বেশি প্রাইস মুভ করে। আবার কখনও দেখা যায় ফলাফল
প্রত্যাশিত হলেও প্রাইস চলে গেছে একদম বিপরীত দিকে। এসব ঝামেলায় পড়ে
অনেকেই নিউজ ট্রেডিং ছেড়ে টেকনিক্যাল অ্যানালাইসিসের দিকে নজর দেয়।
আপনি যদি শর্ট টার্ম ট্রেডার হয়ে থাকেন তবে অবশ্যই নিউজের ব্যাপারে আপনার সতর্ক থাকা উচিত। কারণ এই নিউজগুলো আপনার ট্রেডে ব্যাঘাত ঘটাতে পারে। হাই ইম্প্যাক্ট নিউজগুলো অল্প সময়ে মার্কেটে বড় ধরণের প্রভাব সৃষ্টি করতে পারে। নিউজের দিকে খেয়াল রাখবেন বলেই যে আপনাকে নিউজ ট্রেডার হতে হবে তা নয়। কারণ হাই ইম্প্যাক্ট নিউজ থাকলে এবং আপনি সে বিষয়ে সচেতন না থাকলে আপনার ট্রেড ব্যাপক পরিমাণ লাভ বা লসে চলে যাওয়ার সুযোগ থাকে। কিন্তু এই লেখাটি তাদের জন্য না। যারা নিউজ ট্রেড করতে আগ্রহী, কিন্তু কখন নিউজ ট্রেড করতে হবে, এবং কখন করতে হবে না, সেসব বিষয় নিয়ে যারা চিন্তিত, এই লেখাটি তাদের জন্য।
বেশিরভাগ সময় যা হয়, আমরা ForexFactory তে নিউজের Usual Effect দেখি এবং ফলাফল বের হলে সেই অনুযায়ী ট্রেড করি। উদাহরণসরুপঃ
NFP নিউজের Usual Effect হল Actual > Forecast = Good For Currency
ধরা হচ্ছে এবার ফলাফল আসতে পারে ১৬১০০০ (161K), এটাই হল Forecast। এখন Forecast থেকে যদি আসল ফলাফলের মান বেশি হয়, অর্থাৎ ১৬১০০০ (161K) থেকে বেশি আসলেই তা ডলারকে শক্তিশালী করবে। ধরুন মান আসলো ১৯৫০০০ (195K). তবে কি বুঝলেন? ডলার শক্তিশালী হয়ে গেছে? তাই হওয়ার কথা নিউজের সূত্র অনুযায়ী। নিউজটি ডলারের জন্য ভালো এসেছে। কিন্তু তাই বলেই যে ডলার শক্তিশালী হয়ে যাবে বা পেয়ারে প্রভাব পড়বে তা নয়। আরও অনেক ধরণের ব্যাপার এখানে কাজ করে। অন্য গুরুত্বপূর্ণ নিউজের প্রভাবে অনেক সময় অন্য নিউজ তার প্রভাব হারায়। এছাড়া রাজনৈতিক, দুর্যোগ এসব কারণ তো রয়েছেই। তাই শুধুমাত্র ফলাফল দেখেই ট্রেডে ঝাপিয়ে পড়া ঠিক নয়। তাতে ভুল ট্রেডের সম্ভাবনাই থাকে বেশি।
বেশিরভাগ অভিজ্ঞ ট্রেডারদের মতে এ ধরণের নিউজের ক্ষেত্রে ১০ মিনিট অপেক্ষা করা উচিত। এই ধরণের হাই ইম্প্যাক্ট নিউজের প্রভাব হয় সাধারনত ৬০-৯০ মিনিট। তাই ৫ মিনিটের চার্ট ওপেন করে প্রথম ২টি ক্যান্ডেল ক্লোজ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। যদি মনে হয় নিউজের প্রভাব অনুসারে মার্কেটের যেদিকে যাওয়ার কথা, প্রাইস পরিষ্কারভাবে সেদিকে যাচ্ছে, তবেই ট্রেড নিন। আর যদি মনে হয় নিউজের ফলাফল বলছে এক কথা, কিন্তু ক্যান্ডেলের মুভমেন্ট অন্য কথা বলছে, তবে সেক্ষেত্রে ট্রেড না নেয়াই উত্তম। যেমন ১ নম্বর চার্টে বুল্লিশ মুভমেন্ট পরিষ্কার বুঝা যাচ্ছে ৫ মিনিটের প্রথম ২টি ক্যানডেল দেখে। তাই এই ক্ষেত্রে ট্রেড নেয়া যেতে পারে। কিন্তু ২য় চার্টে ৫ মিনিটের প্রথম ২টি ক্যানডেল পরিষ্কারভাবে কিছু নির্দেশ করছে না। তাই এ ধরণের ট্রেড না নেয়াই ভালো। এ ধরণের ট্রেডে লসের সুযোগ থাকে বেশি। এতে হয়তো আপনি প্রথম ১০ মিনিটের মুভমেন্ট মিস করলেন, কিন্তু এভাবে আপনি ভুল ট্রেড সহজেই এরিয়ে যেতে পারবেন।
আপনি যদি শর্ট টার্ম ট্রেডার হয়ে থাকেন তবে অবশ্যই নিউজের ব্যাপারে আপনার সতর্ক থাকা উচিত। কারণ এই নিউজগুলো আপনার ট্রেডে ব্যাঘাত ঘটাতে পারে। হাই ইম্প্যাক্ট নিউজগুলো অল্প সময়ে মার্কেটে বড় ধরণের প্রভাব সৃষ্টি করতে পারে। নিউজের দিকে খেয়াল রাখবেন বলেই যে আপনাকে নিউজ ট্রেডার হতে হবে তা নয়। কারণ হাই ইম্প্যাক্ট নিউজ থাকলে এবং আপনি সে বিষয়ে সচেতন না থাকলে আপনার ট্রেড ব্যাপক পরিমাণ লাভ বা লসে চলে যাওয়ার সুযোগ থাকে। কিন্তু এই লেখাটি তাদের জন্য না। যারা নিউজ ট্রেড করতে আগ্রহী, কিন্তু কখন নিউজ ট্রেড করতে হবে, এবং কখন করতে হবে না, সেসব বিষয় নিয়ে যারা চিন্তিত, এই লেখাটি তাদের জন্য।
বেশিরভাগ সময় যা হয়, আমরা ForexFactory তে নিউজের Usual Effect দেখি এবং ফলাফল বের হলে সেই অনুযায়ী ট্রেড করি। উদাহরণসরুপঃ
NFP নিউজের Usual Effect হল Actual > Forecast = Good For Currency
ধরা হচ্ছে এবার ফলাফল আসতে পারে ১৬১০০০ (161K), এটাই হল Forecast। এখন Forecast থেকে যদি আসল ফলাফলের মান বেশি হয়, অর্থাৎ ১৬১০০০ (161K) থেকে বেশি আসলেই তা ডলারকে শক্তিশালী করবে। ধরুন মান আসলো ১৯৫০০০ (195K). তবে কি বুঝলেন? ডলার শক্তিশালী হয়ে গেছে? তাই হওয়ার কথা নিউজের সূত্র অনুযায়ী। নিউজটি ডলারের জন্য ভালো এসেছে। কিন্তু তাই বলেই যে ডলার শক্তিশালী হয়ে যাবে বা পেয়ারে প্রভাব পড়বে তা নয়। আরও অনেক ধরণের ব্যাপার এখানে কাজ করে। অন্য গুরুত্বপূর্ণ নিউজের প্রভাবে অনেক সময় অন্য নিউজ তার প্রভাব হারায়। এছাড়া রাজনৈতিক, দুর্যোগ এসব কারণ তো রয়েছেই। তাই শুধুমাত্র ফলাফল দেখেই ট্রেডে ঝাপিয়ে পড়া ঠিক নয়। তাতে ভুল ট্রেডের সম্ভাবনাই থাকে বেশি।
বেশিরভাগ অভিজ্ঞ ট্রেডারদের মতে এ ধরণের নিউজের ক্ষেত্রে ১০ মিনিট অপেক্ষা করা উচিত। এই ধরণের হাই ইম্প্যাক্ট নিউজের প্রভাব হয় সাধারনত ৬০-৯০ মিনিট। তাই ৫ মিনিটের চার্ট ওপেন করে প্রথম ২টি ক্যান্ডেল ক্লোজ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। যদি মনে হয় নিউজের প্রভাব অনুসারে মার্কেটের যেদিকে যাওয়ার কথা, প্রাইস পরিষ্কারভাবে সেদিকে যাচ্ছে, তবেই ট্রেড নিন। আর যদি মনে হয় নিউজের ফলাফল বলছে এক কথা, কিন্তু ক্যান্ডেলের মুভমেন্ট অন্য কথা বলছে, তবে সেক্ষেত্রে ট্রেড না নেয়াই উত্তম। যেমন ১ নম্বর চার্টে বুল্লিশ মুভমেন্ট পরিষ্কার বুঝা যাচ্ছে ৫ মিনিটের প্রথম ২টি ক্যানডেল দেখে। তাই এই ক্ষেত্রে ট্রেড নেয়া যেতে পারে। কিন্তু ২য় চার্টে ৫ মিনিটের প্রথম ২টি ক্যানডেল পরিষ্কারভাবে কিছু নির্দেশ করছে না। তাই এ ধরণের ট্রেড না নেয়াই ভালো। এ ধরণের ট্রেডে লসের সুযোগ থাকে বেশি। এতে হয়তো আপনি প্রথম ১০ মিনিটের মুভমেন্ট মিস করলেন, কিন্তু এভাবে আপনি ভুল ট্রেড সহজেই এরিয়ে যেতে পারবেন।
সপ্তাহের কোন দিনটি ট্রেড করার জন্য সেরা?
অনেকেই জানতে চান ফরেক্স ট্রেড করার জন্য কোন দিনটি সেরা, বা আদৌ সেরা কোন
দিন রয়েছে কিনা। যেহুতু প্রাইস পরিবর্তিত হয় প্রতি মুহূর্তে, তাই ট্রেড
করার সুযোগও পাওয়া যায় প্রায় সবসময়ই। বেশ কিছুদিন আগে FXBD তে একজন জানতে
চেয়েছিলেন ট্রেডিং এর জন্য কোনটি ভালো দিন? তার প্রেক্ষিতেই এই লেখাটি
লেখা। যারা চাকরী বা ব্যসার জন্য প্রতিদিন ট্রেড করতে পারেন না, তাদেরও
লেখাটি কাজে লাগবে।
সপ্তাহের সেরা দিন সম্পর্কে ভিন্ন জনের ভিন্ন মত থাকাই স্বাভাবিক। কারণ
ফরেক্স মার্কেটে একেকজনের ট্রেড করার স্টাইল একেকরকম। এখানে আসলে সবার জন্য
সেরা দিন বলতে কিছু নেই, আপনাকে নিজের জন্য সেরা দিন বানিয়ে নিতে হবে। যেই
দিনে ট্রেড করা আপনার জন্য সুবিধাজনক বা আপনার জন্য ভালো, সেটাই আপনার
কাছে সেরা দিন।
FXBD: ফরেক্স ট্রেড নিউজ |
এক্সপার্টরা মতে কোন দিনটি সেরা?
ফরেক্স মার্কেটে এক্সপার্ট ট্রেডার বলতে কিছুই নেই, সব মিডিয়ার সৃষ্টি। তবে
বেশিরভাগ ট্রেডার যারা দীর্ঘ সময় ধরে ট্রেড করে আসছেন, তাদের মতে ট্রেড
করার জন্য সপ্তাহের মাঝের দিনগুলো অন্য দিন থেকে উত্তম। তারমানে মঙ্গল, বুধ
এবং বৃহস্পতিবার। অপরদিকে এর অর্থ দাড়ায় সোমবার আর শুক্রবার খুব একটা
সুবিধার নয়। কেন এই অভিমত? এর পেছনে রয়েছে বেশ কিছু কারণ।
সোমবারঃ ফরেক্স মার্কেট সোমবারে শুরু হয়। কিন্তু যারা
নিয়মিত ফরেক্স ক্যালেন্ডার চেক করেন, তারা নিশ্চয়ই জানেন কিছু কিছু সপ্তাহে
সোমবার কিছু কিছু দেশে ব্যাংক হলিডে থাকে। তাই ধরুন আগামী সোমবার যদি মেজর
কয়েকটা দেশ যারা ফরেক্স মার্কেটে ভালো প্রভাব ফেলে, তাদের ব্যাংক বন্ধ
থাকে, তাহলে সোমবারে মার্কেটে প্রাইস মুভমেন্ট সাধারণ সময়ের থেকে তুলনামুলক
কম হবে। আমাদের বেশিরভাগ ট্রেডারের কাছেই প্রাইস যত বেশি পরিবর্তিত হবে,
লাভ হওয়ার সুযোগ তত বেশি। তাই এ দিনগুলোতে অনেকেই ট্রেড করে খুব একটা মজা
পান না। এছাড়া সোমবারে অনেক সময় মার্কেট গ্যাপ নিয়েও ওপেন হয়। গ্যাপ ফিল আপ
হওয়া ইত্যাদি নিয়ে অনেকেই আসলে কোনদিকে ট্রেড দিবেন সেটা ঠিক করে উঠতে
পারেন না। অনেকসময় নতুন সপ্তাহে মেজর ট্রেন্ড পরিবর্তন হয়, তাই অনেক
ট্রেডার নতুন ট্রেন্ড বুঝে উঠার জন্য সোমবারে কিছুটা কনফিউজড থাকেন।
শুক্রবারঃ আমার প্রথম অ্যাকাউন্ট শূন্য হয় শুক্রবারে।
শুক্রবার পবিত্র দিন হলেও অনেকে এর নাম দিয়েছে ব্ল্যাক ফ্রাইডে। কারণ NFP
এর মত কিছু নিউজ রিলিজ হয় এই শুক্রবারে। আর হ্যাঁ, আমার প্রথম অ্যাকাউন্ট
শূন্য হয়েছিল এক শুক্রবারের NFP তেই। এমনিতেই শুক্রবারে দিনের শেষের দিকে
মুভমেন্ট একদম পরে যায়। অপরদিকে নিউজ টাইমে বড় বড় প্রাইস মুভমেন্ট ঘটে।
ভালো করে খেয়াল করলে দেখবেন আপনি যতগুলো স্লিপপেজের শিকার হয়েছেন, তার
অধিকাংশই শুক্রবারে। স্লিপপেজের ধাক্কায় আপনার ঠিক করে দেয়া SL ছাড়িয়ে লস
চলে যায় অনেক সময়। এ সমস্ত কারণে শুক্রবার অনেক ট্রেডারই ট্রেড করতে সাহস
পান না। বেশিরভাগ ট্রেডারকে জিজ্ঞেস করলে জানতে পারবেন তাদের অ্যাকাউন্ট
খালি হয়েছে এই শুক্রবারেই। তবে ভালো প্রফিট তোলার জন্য এই শুক্রবারের জুরি
নেই। বড় মুভমেন্ট যেমন আপনাকে লস করাতে পারে, সেভাবে লাভও করাতে পারে।
Forex Trade Time |
বাকি দিন গুলোঃ মঙ্গল, বুধ, বৃহস্পতিবার এই ৩ দিন গড়ে
প্রতিটি পেয়ারে সবচেয়ে বেশি প্রাইস মুভমেন্ট হয়। এই দিনগুলোতে প্রাইসের
মুভমেন্ট রেঞ্জ আপনি কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন। এই তিন দিন মার্কেট
সবচেয়ে ব্যস্ত থাকে, এবং যত ব্যস্ত মার্কেট তত প্রফিট এবং লস করার সুযোগ।
বিশেষ করে বৃহস্পতিবার বেশি পরিমাণ নিউজ থাকে এবং পিপস মুভমেন্ট বেশি হওয়ায়
ট্রেডারদের লাভের সুযোগও বেশি থাকে।
যদিও রবিবারে মার্কেট বন্ধ থাকে, ট্রেড করা যায় না, তবুও বিভিন্ন ঘটনায়
প্রাইসের কিছু আপ-ডাউন ঘটে, যা কিনা বেশিরভাগ সময় মার্কেট ওপেন হওয়ার আগেই
পূর্বের অবস্থার কাছাকাছি চলে আসে। তাই ওপরের চার্টে রবিবারের মুভমেন্টও
দেখানো হয়েছে। এছাড়া বিভিন্ন দেশের বিভিন্ন হলিডে বা ছুটির দিনগুলোও ট্রেড
করার জন্য খুব একটা ভালো নয়, যেমন - ক্রিসমাস, নতুন বছর, ইস্টার ইত্যাদি।
যেসব দিনে হাই ভোল্টেজ নিউজ বা ইকোনমিক ইভেন্ট থাকে, সেসব নিউজ বা ইভেন্ট
সম্পর্কে আপনার পর্যাপ্ত প্রস্তুতি না থাকলে সেই দিনগুলোও আপনার জন্য
খারাপে পরিনত হতে পারে। তবে কোন নির্দিষ্ট দিনই আপনার জন্য খারাপ নয়, যদি
তাকে আপনি তাকে আপনার নিজের সেরা দিনে পরিনত করতে পারেন।
1 comment: